বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মহালয়ার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলা ভিজেছে বৃষ্টিতে। গত সপ্তাহের প্রবল বৃষ্টির পর, এই সপ্তাহেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও নিম্নচাপের প্রভাব এখন কমেছে, তবু রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও, কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং কোচবিহারে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের কথা বললে, গোটা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির কবলে পড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, এবং দুই বর্ধমান। এছাড়া, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায়।
মহালয়ার সকালে বৃষ্টি হলেও, তর্পণের ভিড় কমেনি ঘাটে ঘাটে। প্রতিবাদ মিছিলও বৃষ্টির মধ্যেই এগিয়েছে আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে। এদিকে কলকাতার আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে, বুধবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি।