West Bengal Weather Update: সপ্তাহজুড়ে রাজ্যে ঝড়-বৃষ্টি, ৭ জেলায় দুর্যোগের পূর্বাভাস

দীর্ঘদিনের তীব্র দাবদাহের পর রাজ্যবাসীর জন্য এসেছে স্বস্তির খবর। চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কয়েকটি এলাকায় কালবৈশাখী হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

Advertisement
সপ্তাহজুড়ে রাজ্যে ঝড়-বৃষ্টি, ৭ জেলায় দুর্যোগের পূর্বাভাস
হাইলাইটস
  • দীর্ঘদিনের তীব্র দাবদাহের পর রাজ্যবাসীর জন্য এসেছে স্বস্তির খবর।
  • চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিনের তীব্র দাবদাহের পর রাজ্যবাসীর জন্য এসেছে স্বস্তির খবর। চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কয়েকটি এলাকায় কালবৈশাখী হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ফলে দাবদাহের কষ্ট থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে চলেছেন মানুষ।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বেশি বৃষ্টি?
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই জেলাগুলিতে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি গতিতে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতাতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও শহরে আপাতত প্রবল কালবৈশাখী হওয়ার সম্ভাবনা নেই। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকায় গরমের অস্বস্তি কিছুটা বজায় থাকবে।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি
উত্তরবঙ্গেরও সব জেলায় সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, মালদহ, জলপাইগুড়ি সহ প্রত্যেক জেলাতেই ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।

মে মাসে ফের আবহাওয়ায় বড় পরিবর্তন
আগামী ২ মে থেকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে আবারও আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। তাপমাত্রায় হেরফের হওয়ার পাশাপাশি নতুন করে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে।

সব মিলিয়ে, রাজ্যজুড়ে এই সপ্তাহে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। যদিও তাতে দাবদাহ থেকে কিছুটা রেহাই মিলবে, তবে আর্দ্রতার জন্য গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। আগামী কয়েকদিন বৃষ্টির ছোঁয়ায় স্বস্তির পাশাপাশি সতর্কও থাকতে হবে সকলকে, বিশেষ করে যারা বাইরে বেরোবেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement