scorecardresearch
 

West Bengal Winter Update: আজই কয়েক ডিগ্রি নামল পারদ, বঙ্গে শীতের প্রবেশ? আবহাওয়া আপডেট

রাজ্যে পারদ পতন হচ্ছে ধীরে ধীরে। উত্তুরে হাওয়া প্রবেশ করতেই একধাক্কায় কয়েক ডিগ্রি তাপমাত্রা নেমেছে। শনি ও রবিবার পেরোলেই রাজ্যে শীত কড়া নাড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে হাওয়া বদলাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে।

Advertisement
আবহাওয়ার খবর আবহাওয়ার খবর

রাজ্যে পারদ পতন হচ্ছে ধীরে ধীরে। উত্তুরে হাওয়া প্রবেশ করতেই একধাক্কায় কয়েক ডিগ্রি তাপমাত্রা নেমেছে। শনি ও রবিবার পেরোলেই রাজ্যে শীত কড়া নাড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে হাওয়া বদলাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই কম। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা ২-৩ দিনের মধ্যে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ২ দিনের মধ্যে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামী ৩ দিনের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে সকালের এক বা দুটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ২-৩ দিনের মধ্যে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। উত্তরবঙ্গে কোনও জেলায় আগামী ২-৩ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২১ তারিখ থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতায় ১৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আজ কলকাতায় ১৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান করছে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। প্রভাব পড়বে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে।

Advertisement