ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় জোরদার ইনিংস খেলছে শীত। গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে রয়েছে। কয়েক দিন আগে শহরে পারদ নেমে গিয়েছিল ১৩ ডিগ্রিতে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই জাঁকিয়ে শীতের আমেজ ফিকে হতে পারে শহরে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহেই বড়দিন। কনকনে ঠান্ডায় বড়দিন উদযাপন করতে পারবেন কিনা কলকাতাবাসী, সে ব্যাপারে সংশয় থাকছেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এর ৩ দিন পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। সোমবার বড়দিন। ফলে ওই সময় কনকনে ঠান্ডার আমেজ উবে যেতে পারে শহরে। একই হাল হবে দক্ষিণের বিভিন্ন জেলাতেও।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিন রাতের তাপমাত্রার খুব
একটা হেরফের হবে না। তার পর থেকে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আপাতত রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে দার্জিলিঙের আবহাওয়া?
অন্য দিকে, ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা বড়দিনের সময় বহু পর্যটকই শৈলশহর দার্জিলিঙে ভিড় জমান। ইতিমধ্যেই পাহাড়ে তুষারপাত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের ঠিক আগে আবার দার্জিলিঙে তুষারপাত হতে পারে। আগামী শনি এবং রবিবার পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিঙে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতায় কত তাপমাত্রা?
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। এদিন পারদ নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৪৩ শতাংশ। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও পারদ পতন অব্যাহত। হাড়হিম ঠান্ডায় কাঁপছে বিভিন্ন জেলা।