West Bengal Weather Update: এক ধাক্কায় নামল তাপমাত্রা, উইকএন্ডে জাঁকিয়ে শীত ৯ জেলায় 

ডিসেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে যেন আগাম হাজির শীতের দাপট। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল এক লাফে তিন ডিগ্রি। শুক্রবার যেখানে পারদ ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে শনিবার তা নেমে এসেছে ১৪.৫ ডিগ্রিতে, স্বাভাবিকের চেয়ে প্রায় ২.১ ডিগ্রি কম। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় নিচে ছিল, ২৬.৭ ডিগ্রি।

Advertisement
এক ধাক্কায় নামল তাপমাত্রা, উইকএন্ডে জাঁকিয়ে শীত ৯ জেলায় আজকের আবহাওয়ার খবর
হাইলাইটস
  • ডিসেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে যেন আগাম হাজির শীতের দাপট।
  • শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল এক লাফে তিন ডিগ্রি।

ডিসেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে যেন আগাম হাজির শীতের দাপট। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল এক লাফে তিন ডিগ্রি। শুক্রবার যেখানে পারদ ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে শনিবার তা নেমে এসেছে ১৪.৫ ডিগ্রিতে, স্বাভাবিকের চেয়ে প্রায় ২.১ ডিগ্রি কম। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় নিচে ছিল, ২৬.৭ ডিগ্রি।

বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ না থাকায় উত্তুরে হাওয়া বাধাহীনভাবে দক্ষিণবঙ্গজুড়ে বইছে। ফলে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে পারদ আরও অন্তত দু’ডিগ্রি নামতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সর্বত্র থাকবে শুষ্ক আবহাওয়া, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

শীতের সঙ্গে তাল মিলিয়ে কুয়াশাও বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সব জেলায় জারি হয়েছে কুয়াশার সতর্কতা। সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। শনিবার ভোরে কলকাতাতেও দেখা গিয়েছে হালকা কুয়াশা।

হাওয়া অফিস জানিয়েছে, কিছু জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটার থেকে ৯৯ মিটার পর্যন্ত। চলতি শীতে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অনেক রাজ্যেই স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। লা নিনার প্রভাবে উত্তর ভারতে শীত দীর্ঘস্থায়ী হতে পারে, বাড়তে পারে শৈত্যপ্রবাহও।

 

POST A COMMENT
Advertisement