দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের দুই প্রান্তেই পাল্টাচ্ছে আবহাওয়ার ছবি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। মৌসুমী অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে ওড়িশায়। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বাংলায় প্রবেশ করলে রাজ্যে প্রবল জলীয় বাষ্প ঢুকবে, যার প্রভাব পড়বে তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
আজ, রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের দাপট ও অস্বস্তি জারি থাকবে। উইকেন্ডে বৃষ্টি কমলেও অস্বস্তি আরও বাড়বে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
উত্তরবঙ্গে আজ ও কাল তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি শুরু হলে উত্তরবঙ্গে গরমের তীব্রতা কিছুটা কমবে।