আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার থেকেই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুই ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও, তাপপ্রবাহের প্রবণতা আগামী ক’দিনে থাকবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে নাজেহাল মানুষ। সোমবার কলকাতা, দমদম, সল্টলেক-সহ একাধিক এলাকায় পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে যায়। সোমবার রাতের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও তাতে স্বস্তি মেলেনি। তবে আগামী সপ্তাহ থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি কমতে পারে বলে আশ্বাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহজুড়েই চলবে টানা বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পঙেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এসব অঞ্চলেও ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। তবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
সামগ্রিকভাবে রাজ্যে এই মুহূর্তে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়বৃষ্টির যুগলবন্দী দেখা যাবে, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তবে বর্ষা এগিয়ে আসায় আগামী দিনে স্বস্তির বার্তা মিলতে পারে।