Bengal Weather Update: এগোচ্ছে নিম্নচাপ, বাংলাজুড়ে প্রবল দুর্যোগ; আজ থেকে টানা বৃষ্টিপাত কোন কোন জেলায়?

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে গোটা বাংলাজুড়ে। উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বর্তমানে এই নিম্নচাপ উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তবে এর অভিমুখ উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার কথা।

Advertisement
এগোচ্ছে নিম্নচাপ, বাংলাজুড়ে প্রবল দুর্যোগ; আজ থেকে টানা বৃষ্টিপাত কোন কোন জেলায়?আবহাওয়ার খবর

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে গোটা বাংলাজুড়ে। উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বর্তমানে এই নিম্নচাপ উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তবে এর অভিমুখ উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার কথা।

বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা। যা উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। যে কারণে বাংলায় টানা ঝড়বৃ্ষ্টি, দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে চলেছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হলুদর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে। কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর,  বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস থাকবে। সেইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা বাড়বে। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টিপাত উত্তরের জেলাগুলিতেও
সোমবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় (৭-১১ সেমি) ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা থাকবে।

POST A COMMENT
Advertisement