হোলি থেকেই তীব্র হবে তাপমাত্রা। বাড়বে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩৫ ডিগ্রি। তবে রঙের উৎসবে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গে। আজ থেকে টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দোলের আগেরদিন থেকে উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দার্জিলিংয়ে হালকা পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। এরপর ১৩ থেকে ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ১৫ মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। এরপর আবহাওয়া শুষ্ক হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সেইসঙ্গে মঙ্গলবার থেকে গরম বাড়বে। আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় স্বাভাবিকের সামান্য নীচে রয়েছে তাপমাত্রা।
কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দোল থেকে কলকাতা সহ সব জেলায় তাপমাত্রা বাড়বে। তবে দোলের পর থেকে গরম আরও তীব্র হবে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসের আর্দ্রতা। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে দাপিয়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গে।