সোমবার সপ্তাহের প্রথমদিন শহর কলকাতার দিন শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়ে। কখনও ঝিরঝিরে আবার কখনও বা মুষলধারায় চলছে বর্ষণ। এই চিত্র দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। হাওয়া অফিস বলছে, সোমবার সারাদিন এমনটাই থাকবে আবহাওয়া, ফলে টানা বৃষ্টিতে শহরের নীচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে।
নিম্নচাপের জেরে জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পুজোর মুখে রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় জারি হলুদ সতর্কতা
সোমবার ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। সোমবার দিনভর কলকাতার আকাশ থাকবে মেঘলা। দিনভর হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির জেরে কিছুটা কমেছে তাপমাত্রা। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা
এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভিতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। যার কারণে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র তীরে বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন ২ জেলা দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে?
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ ওড়িশা উপকূলে দিয়ে শক্তিশালী এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত এর অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। যার জেরে ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমানে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ভারী বৃষ্টির রেশ থেকে যেতে পারে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাগ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায়।