Summer Alert: শীতের আমজে কেটে গেছে। দোল থেকেই গরমের দাপট অনুভব করছে দক্ষিণবঙ্গ। আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা গেল। মার্চেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ছোঁবে। দোলেই ৩৯ ডিগ্রিতে উঠেছিল পুরুলিয়ার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু হবে। আগামী বুধবার পর্যন্ত তা চলবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
তবে স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। পরের সপ্তাহে ফের বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে তার মধ্যে আছে- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।
রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা রয়েছে। সোমবারও একইরকম থাকবে আবহাওয়া। এই ক'দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল ও সন্ধের তাপমাত্রায় ঠান্ডার আমেজ থাকবে। ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ।
বৃষ্টি উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে আগামী ১৭ মার্চ পর্যন্ত ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। ১৬ ও ১৭ মার্চও এই জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ।