জোড়া ঘূর্ণাবর্তের জেরে কাল থেকে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে বঙ্গে। উত্তর বাংলাদেশ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দু'টি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাস রয়েছে। বুধবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি চলবে। সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস। এরই সঙ্গে বঙ্গে বর্ষা প্রবেশ নেবে কবে? জানুন-
২২ মে আবহাওয়ার খবর
২২ ও ২৩ মে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৪ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২৫ মে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।
২০-২৫ মে বৃষ্টি কম থাকবে। দুই বঙ্গেই ২৬ মে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। লাগাতার বৃষ্টির কারণে গরমের তীব্রতা খানিকটা কম থাকতে পারে। তবে তারপর ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বর্ষণ হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত হবে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে।
বাংলায় বর্ষা ঢুকবে কবে?
কেরলে আগে বর্ষা ঢোকে। এরপরই বাংলায় বর্ষা আসে। বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে, তা এখনও স্পষ্ট নয়। এ রাজ্যে উত্তরবঙ্গে সর্বপ্রথম বর্ষা ঢোকে। বর্ষার আসার স্বাভাবিক সময় ৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবার সময়ের আগেই ঢুকেছে বর্ষা। সব অনুকুল থাকলে সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।