Bengal Weather Update: লাগাতার বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস; তবে কি শীত বিদায়ের পথে? আবহাওয়ার খবর

Rain Alert: আপাতত কনকনে শীতের দেখা নেই। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহেও তাপমাত্রা বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে কিছু জেলায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট। উপরন্তু, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Advertisement
লাগাতার বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস; তবে কি শীত বিদায়ের পথে? আবহাওয়ার খবরআবহাওয়ার খবর

আপাতত কনকনে শীতের দেখা নেই। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহেও তাপমাত্রা বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে কিছু জেলায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট। উপরন্তু, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকবে। শীতের আমেজ শুক্রবার পর্যন্ত বহাল থাকলেও কনকনে ঠান্ডায় আপাতত বিরতি। এরপর ফের শীত পড়বে কিনা তা এখনও অনিশ্চিত। আজ বৃহস্পতিবার রাতের তাপমাত্রা একই থাকবে। তারপর শনি ও রবিবার আরও খানিকটা বৃদ্ধি পাবে। 

রাজ্যের ওপর দিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাযর কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। যে কারণে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কমছে। সকালে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কাল দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে উত্তরে হালকা বৃষ্টি হতে পারে। ত্তরের কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে। পুবালি হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। 

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 
 

POST A COMMENT
Advertisement