Rain Alert in Bengal: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ৪ জেলায় টানা ভারী বৃষ্টির সতর্কবার্তা হাওয়া অফিসের

পশ্চিম মধ্য ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী ২৭ মে। যার জেরে সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৭ তারিখ থেকে কোথায় টানা বৃষ্টি হবে জানুন।

Advertisement
বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ৪ জেলায় টানা ভারী বৃষ্টির সতর্কবার্তা হাওয়া অফিসেরআবহাওয়ার খবর

পশ্চিম মধ্য ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী ২৭ মে। যার জেরে সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৭ তারিখ থেকে কোথায় টানা বৃষ্টি হবে জানুন।

২৭ মে থেকে ৪ জেলায় টানা ঝড়বৃষ্টি
আগামী ২৭ মে থেকে সপ্তাহজুড়ে ৪ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় চার জেলায়- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়া, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
আজ, ২৩ মে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৪ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২৫ মে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।

কবে কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, ২৭ মে থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ২৮ মে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের জেরে ২৮ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 

দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবার সময়ের আগেই ঢুকেছে বর্ষা। সব অনুকুল থাকলে সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement