আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছিল শীত, যে কারণে অনেকটা চড়েছিল পারদ। ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় রাজ্যজুড়ে। ২৪ ঘণ্টা পর কয়েক ডিগ্রি নেমে শীতের কামব্যাক হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। পাশাপাশি ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস।
দিন কয়েক সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা গেছে দক্ষিণের জেলাগুলিতে। আরও একবার শীতের বাকি ইনিংস খেলা শুরু হবে। গত এক সপ্তাহে বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। শীতের শিরশিরানি অনুভব হচ্ছিল না। দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রায় তেমন হেরফের না হলেও ২৪ ঘণ্টা পর থেকে বদলে যাবে আবহাওয়া। সেই সঙ্গে কলকাতা সহ ৭ জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমবে।
উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলাগুলিতে কুয়াশার সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। ২৪ ঘণ্টা পর উত্তরবঙ্গেও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা পতন হবে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে ফের বদলাবে আবহাওয়া। আগামী ৩ দিন ফের জাঁকিয়ে শীত পড়বে।