Heavy Rainfall in Bengal: ভাসবে গোটা বাংলা, নিম্নচাপের জেরে দিনভর কোন কোন জেলায় দুর্যোগ-বৃষ্টি? আবহাওয়ার খবর

বঙ্গে আগাম বর্ষা ঢুকছে। আগামী ২-৩ দিনে উত্তরবঙ্গের পার্বত্য হিমালয় অঞ্চল ও সিকিমেও বর্ষা ঢুকবে। এরপর দক্ষিণবঙ্গেও ঢুকবে বর্ষা। ইতিমধ্যে ২৭ মে থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যে কারণে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই অধিকাংশ জেলায় বৃষ্টিপাত চলছে।

Advertisement
ভাসবে গোটা বাংলা, নিম্নচাপের জেরে দিনভর কোন কোন জেলায় দুর্যোগ-বৃষ্টি? আবহাওয়ার খবর

বঙ্গে আগাম বর্ষা ঢুকছে। আগামী ২-৩ দিনে উত্তরবঙ্গের পার্বত্য হিমালয় অঞ্চল ও সিকিমেও বর্ষা ঢুকবে। এরপর দক্ষিণবঙ্গেও ঢুকবে বর্ষা। ইতিমধ্যে ২৭ মে থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যে কারণে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই অধিকাংশ জেলায় বৃষ্টিপাত চলছে। শুধু তাই নয় সপ্তাহজুড়েই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, আজ, বুধবার ২৮ মে পশ্চিমবঙ্গের সবক'টি জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হবে। আগামিকাল, ২৯ মে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। ৩০ মে রাজ্যের প্রতিটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হবে। 

মৌসুমী বায়ু কেরল ও মুম্বইয়ে ঢুকে গিয়েছে। সাধারণত ১ জুন তা ঢোকার কথা। এ বছর আগাম ঢুকল। ফলে বাংলায় জুনের প্রথম সপ্তাহেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত প্রাক-বর্ষা বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা বার্তা জারি রয়েছে।
 

POST A COMMENT
Advertisement