আজকের আবহাওয়ার খবরকাঁপুনি দেওয়া ঠান্ডা পড়তে আর মাত্র তিনদিন। এরপরই 'এন্ট্রি' নেবে দাপুটে শীত। নভেম্বর পেরিয়ে ডিসেম্বর মাস শুরু হয়েছে। তবে শীতের এখনও দেখা নেই। ভোরে ও রাতের হালকা ঠান্ডা রয়েছে ঠিকই। তবে তাপমাত্রা বিশেষ হেরফের হয়নি। এর মধ্যে পূর্বাভাস রয়েছে এ বছর তীব্র শীত পড়ার।
চলতি বছর আবহাওয়ার বিরাট ভোলবদল দেখা গেছে৷ এবার যেন বর্ষা থামছিলই না৷ বর্ষা শেষ হতেই শীতের আগমন। তবে এখনও তেমন ঠান্ডা পড়েনি। লা নিনা হল একটি জলবায়ুগত ঘটনা যা এই বছরের শীতের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এটি ঠান্ডা জলবায়ুর প্রতীক। লা নিনা হল এল নিনোর বিপরীত। বিতর্ক রয়েছে লা নিনা নিয়ে। লা নিনা জলবায়ুগত ঘটনা যা চলতি বছর শীতের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এটি ঠান্ডা জলবায়ুর প্রতীক। লা নিনা হল এল নিনোর বিপরীত।
লা নিনার কারণে এ বছর ভারতে, বিশেষত উত্তর ভারতে, আরও ঠান্ডা পড়তে পারে। লা নিনা প্রশান্ত মহাসাগরকে শীতল করে। লা নিনার প্রভাব পড়লে তীব্র বর্ষার পর তীব্র ঠান্ডায় কষ্ট পেতে হতে পারে মানুষকে।
আজ কোথায়, কেমন আবহাওয়া?
আজ কলকাতা সহ সংলগ্ন সমগ্র দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে কুয়াশা থাকবে। ২০০ মিলিমিটার ঘন কুয়াশা থাকতে পারে। বেলা বাড়লে কুয়াশা কাটবে। দু-তিনদিন পর ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কলকাতায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। বীরভূম, পুরুলিয়ায় ১০ ডিগ্রির নীচে নামার পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তিনদিন পর নামবে তাপমাত্রা।