Heavy Rain Forecast Today: আজ ভারী বৃষ্টির 'অ্যালার্ট' ১২ জেলায়, কবে থেকে আবহাওয়ার পরিবর্তন? জানুন আপডেট

পুজো শেষ হতেই নিম্নচাপের চোখরাঙানি। যার জেরে ভারী বৃষ্টি আরও দিন দুয়েক চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ একাদশীতেও কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীতেও বৃষ্টি চলবে। আজ দিনভর কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?  আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।

Advertisement
আজ ভারী বৃষ্টির 'অ্যালার্ট' ১২ জেলায়, কবে থেকে আবহাওয়ার পরিবর্তন? জানুন আপডেটআজকের আবহাওয়ার খবর

পুজো শেষ হতেই নিম্নচাপের চোখরাঙানি। যার জেরে ভারী বৃষ্টি আরও দিন দুয়েক চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ একাদশীতেও কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীতেও বৃষ্টি চলবে। আজ দিনভর কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?  আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত?
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত। দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় দু'একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের।

এছাড়াও, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা রবিবার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার উত্তরবঙ্গের ওপরের তিনটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝড়ের জন্য উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

কতদিন চলবে বৃষ্টি?
রবিবার রেড রোডে পুজো কার্নিভাল রয়েছে। সেই দিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দ্বাদশীর পর থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি কম থাকায় সেই সময় বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বাড়তে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement