সরস্বতী পুজোর আগে আবহাওয়ার ভোলবদল। আরও বাড়তে চলেছে তাপমাত্রা। আজ, শুক্রবার তাপমাত্রা একইরকম আছে। সেই সঙ্গে জোলো স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আপাতত পাঁচ দিন তাপমাত্রা একইরকম থাকবে। বড় কোনও পরিবর্তন নেই। তার মানে কি সরস্বতী পুজো কাটলেই শীত বিদায়? এরই মধ্যে আজও ২ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা? জেনে নিন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশিই থাকবে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝায় ব্যাঘাত ঘটেছে জাঁকিয়ে শীতে। এ ছাড়া, অসম এবং হরিয়ানায় জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও পশ্চিমি ঝঞ্ঝা থাকবে। যার জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। বইছে জোলো গরম হাওয়া। শীতের আমেজ থাকলেও আপাতত শীত ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে ঠান্ডা পড়তে পারে। হালকা শীতের আমেজ থাকলেও ফেব্রুয়ারির মাঝামাঝিই শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০টি জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়াতে ঘন কুয়াশা থাকবে। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজও দু'জেলায় দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হবে। মালদা, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে কুয়াশার দাপট থাকবে। সেই সঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া।