West Bengal Winter Update: সপ্তাহ শেষেই বাংলায় কনকনে ঠান্ডার পূর্বাভাস; কোন জেলায়, কত তাপমাত্রা থাকবে?

পরিষ্কার আকাশ। ঘন কুয়াশা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে কাঁপিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আর মাত্র দু'দিন পরই  প্রবল ঠান্ডা পড়তে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডা বিশেষ না পড়লেও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। 

Advertisement
সপ্তাহ শেষেই বাংলায় কনকনে ঠান্ডার পূর্বাভাস; কোন জেলায়, কত তাপমাত্রা থাকবে? আজকের আবহাওয়ার খবর

পরিষ্কার আকাশ। ঘন কুয়াশা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে কাঁপিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আর মাত্র দু'দিন পরই  প্রবল ঠান্ডা পড়তে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডা বিশেষ না পড়লেও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। 

আজও সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকবে রাজ্যের প্রতিটি জেলা। রাতের দিকেও খানিকটা কুয়াশা থাকবে। বেলা বাড়লে ঝলমলে রোদের দেখা মিলবে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই ভোরে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ১৫ ডিগ্রির নীচে পারদ নামার পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রিরও নীচে নামতে পারে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে ঠান্ডা রয়েছে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামতে পারে।

সপ্তাহ শেষে পারদ অনেকটা নামতে পারে, এছাড়া আবহাওয়ায় আর বড় কোনও পরিবর্তন নেই। আগামী সাতদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না।

POST A COMMENT
Advertisement