Ultorath Weather Update: উল্টোরথে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে? আবহাওয়ার খবর

আজ উল্টোরথে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছু জেলায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে টানা দু-তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী অন্তত সাতদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
উল্টোরথে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে? আবহাওয়ার খবরআবহাওয়ার খবর

Ultorath Weather Update: আজ উল্টোরথে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছু জেলায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে টানা দু-তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী অন্তত সাতদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, আজ ও আগামিকাল  হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ ও কমলা সতর্কতা দারি করেছে মৌসম ভবন। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া
টানা সাতদিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। তবে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।

POST A COMMENT
Advertisement