Rain with Thundershower: আজ ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, শীত নিয়ে কী আপডেট? আবহাওয়ার খবর

Weather Update: নভেম্বরের পাঁচ দিন কাটলেও এখনও ভ্যাপসা গরমে অস্বস্তি কাটেনি। বেলা বাড়লে রোদের তেজে গরম সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আছে। এরই মধ্যে চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। এখন প্রশ্ন হল শীত ঢুকবে কবে? 

Advertisement
আজ ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, শীত নিয়ে কী আপডেট? আবহাওয়ার খবরআবহাওয়ার খবর

নভেম্বরের পাঁচ দিন কাটলেও এখনও ভ্যাপসা গরমে অস্বস্তি কাটেনি। বেলা বাড়লে রোদের তেজে গরম সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আছে। এরই মধ্যে চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। এখন প্রশ্ন হল শীত ঢুকবে কবে? 

আজ, মঙ্গলবার অর্থাৎ ৫ নভেম্বর দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সঙ্গে সকালের দিকে হালকা কুয়াযার দেখা মিলবে। ৬ ও ৭ তারিখ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু- একটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু তার প্রভাব পশ্চিমবঙ্গ পড়বে না। এর সম্ভাব্য গতিপথ হতে পারে পশ্চিম মুখী অর্থাৎ তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। আগামী দু'দিনে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

শীত কবে পড়বে?
শীত কবে পড়বে তা এখনও পর্যন্ত না জানালেও, হাওয়া অফিসের পূর্বাভাস নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে। ফলে ২৫ তারিখ পর্যন্ত শীত পড়ার কোন প্রশ্নই নেই।

POST A COMMENT
Advertisement