West Bengal Weather: শীতের শিরশিরানির মাঝে ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আগামী সপ্তাহেই ফিরবে দাবদাহ?

আবহাওয়ার খামখেয়ালিপনায় অস্থির রাজ্যবাসী। দিন কয়েক তাপমাত্রা বাড়ার পর হঠাৎ পারদ পতন। বেলায় প্রখর রোদে হালকা গরম অনুভব হচ্ছে। রোদ কাটলেই নামছে ঠান্ডা। দিন দুয়েক তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম রয়েছে। তবে তিনদিন পরেই ফের বদলে যাবে আবহাওয়া। তীব্র গরম পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে।

Advertisement
শীতের শিরশিরানির মাঝে ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আগামী সপ্তাহেই ফিরবে দাবদাহ?আবহাওয়ার খবর

আবহাওয়ার খামখেয়ালিপনায় অস্থির রাজ্যবাসী। দিন কয়েক তাপমাত্রা বাড়ার পর হঠাৎ পারদ পতন। বেলায় প্রখর রোদে হালকা গরম অনুভব হচ্ছে। রোদ কাটলেই নামছে ঠান্ডা। দিন দুয়েক তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম রয়েছে। তবে তিনদিন পরেই ফের বদলে যাবে আবহাওয়া। তীব্র গরম পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হবে না। তার পরের তিন দিন  তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আজ বা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে তীব্র হতে পারে গরমের অনুভূতি।

হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও  পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই দু'দিন হালকা শীত শীত ভাব থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাল ও পরশু বজ্রবিদ্যুৎ সহ এই জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

পারদ চড়লেও দক্ষিণবঙ্গে হোলি পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে। কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে এখনও রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকতে চলেছে।

POST A COMMENT
Advertisement