West Bengal Rain Alert: আজ ৮ জেলায় ভারী বৃষ্টিপাত, মহালয়ায় কমবে বৃষ্টি; পুজোয় কী পূর্বাভাস? আবহাওয়া আপডেট

বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে কিছু রাজ্যে। তবে বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মহালয়াতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এবার দুর্গাপুজো কি মাটি করতে পারে বৃষ্টি? আজই জানাবে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
আজ ৮ জেলায় ভারী বৃষ্টিপাত, মহালয়ায় কমবে বৃষ্টি; পুজোয় কী পূর্বাভাস? আবহাওয়া আপডেটআবহাওয়ার আপডেট

বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে কিছু রাজ্যে। তবে বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মহালয়াতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এবার দুর্গাপুজো কি মাটি করতে পারে বৃষ্টি? আজই জানাবে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ৮ জেলায় বৃষ্টিপাত বেশি হবে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলা। এই জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার বৃষ্টি খানিকটা কমবে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
ভালো নেই উত্তরবঙ্গ। খারাপ আবহাওয়ার কারণে পুজোর মুখে পর্যটনে ভাঁটা পড়েছে। সেপ্টেম্বরের শেষে পুজোর ছুটিতে আবহাওয়া খানিকটা বদলায় কিনা তা আজ জানাবে আলিপুর আবহাওয়া অফিস। 

আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে ধসেরও আশঙ্কা রয়েছে।

বর্ষা বিদায়ের পর্ব শুরু
সাধারণত, অক্টোবরের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়। সেপ্টেম্বর থেকে এই পর্ব শুরু হয়েছে রাজস্থানে। ১৪ সেপ্টেম্বর থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। গুজরাত, পঞ্জাব, হরিয়ানাতেও বর্ষা বিদায়ের পর্ব চলছে। তবে বাংলার ওপর এখনও খাঁড়া ঝুলছে। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বাংলার উপর দিয়ে গিয়েছে। ফলে বৃষ্টিপাত আপাতত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা সহ অন্য জেলাগুলিতে আজ উজ্জ্বল আকাশ থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সেইসঙ্গে রোদ থাকায় গরম বাড়বে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement