Weather Rain Forecast: দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি; ২২ অগাস্ট পর্যন্ত 'অ্যালার্ট'; কোন কোন জেলায়?

সপ্তাহজুড়ে বৃষ্টিপাত দুই বঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসেরর পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

Advertisement
দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি; ২২ অগাস্ট পর্যন্ত 'অ্যালার্ট'; কোন কোন জেলায়?আজকের আবহাওয়ার খবর (ছবি: PTI)

সপ্তাহজুড়ে বৃষ্টিপাত দুই বঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসেরর পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবার ২২ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। 

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে ২০ অগাস্ট থেকে ২৬ অগাস্ট উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। ঝড়-বৃষ্টির কারণে মনোরম আবহাওয়া থাকবে। আজ, বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। 

বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বদলে যাবে পরিস্থিতি। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে কালিম্পং ও আলিপুরদুয়ারে। উত্তরের বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

POST A COMMENT
Advertisement