বর্ষার আগে ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই রাজ্যবাসীর। সুখবর শোনাল হাওয়া অফিস। টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলা বৃষ্টিতে স্বস্তি পাবে? কতদি চলবে বৃষ্টি? জানুন আবহাওয়ার সব খবর।
আজকের আবহাওয়ার খবর
আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সেইসঙ্গে ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে।
শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দুই জেলাতে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।
সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি
দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির আশঙ্কা। আগামী ২২ মে পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনেকটাই কমবে আজ থেকে। আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা সামান্য নামতে পারে। রবিবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তবে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকবে। ভারী বৃষ্টি হবে উপরের পাঁচ জেলায়। সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।