Weather Update Today: গণেশ চতুর্থী মাটি করতে পারে বৃষ্টি; টানা ৩ দিন বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, কমবে গরম

সপ্তাহের দ্বিতীয় অফিসের দিন সঙ্গে গণেশ চতুর্থী। মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকবে। খাণিকক্ষণ রোদের দেখা মিললেও মূলতঃ দিনভর মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ কিছু জেলা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের।

Advertisement
গণেশ চতুর্থী মাটি করতে পারে বৃষ্টি; টানা ৩ দিন বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, কমবে গরমআবহাওয়ার খবর
হাইলাইটস
  • সপ্তাহের দ্বিতীয় অফিসের দিন সঙ্গে গণেশ চতুর্থী
  • মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকবে

West Bengal Weather Update: সপ্তাহের দ্বিতীয় অফিসের দিন সঙ্গে গণেশ চতুর্থী। মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকবে। খাণিকক্ষণ রোদের দেখা মিললেও মূলতঃ দিনভর মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ কিছু জেলা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বুধবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মৌসুমী অক্ষরেখা বিহারের পর দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে।

দুই নিম্নচাপের জোড়া ফলায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারের পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। 

শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার বৃষ্টি হতে পারে। সকাল ও রাতের তাপমাত্রা খানিকটা মনোরম থাকার সম্ভাবনা। বেলা বাড়লে বাড়বে গরম। আজ কলকাতায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। টানা ৩ দিন বৃষ্টি চলতে পারে। 

তাপমাত্রা কমবে
বৃহস্পতিবার আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগমী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।

উত্তরবঙ্গে বৃষ্টি
আজ উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে। 

POST A COMMENT
Advertisement