Latest Weather Update: নবমীতেই ঘনাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি জেলায় জেলায়, আজ থেকে অষ্টমী পর্যন্ত কী পূর্বাভাস?

কাটছে দুর্যোগের মেঘ। তবে চিন্তা বাড়াচ্ছে অষ্টমীতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

Advertisement
নবমীতেই ঘনাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি জেলায় জেলায়, আজ থেকে অষ্টমী পর্যন্ত কী পূর্বাভাস?আবহাওয়ার খবর

কাটছে দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চিন্তা বাড়াচ্ছে অষ্টমীতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত।  

পঞ্চমীর সকাল থেকে রোদ, মেঘের খেলা। দু' এক পশলা বৃষ্টিরও দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ পঞ্চমীর বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। ফলে আগামী দু'দিন চুটিয়ে ঠাকুর দেখার সময়।

ফের ঘূর্ণাবর্ত তৈরি হবে অষ্টমীতে। মাটি হতে পারে নবমীর সন্ধে। নবমীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
অষ্টমী নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ হতে পারে। ফলে নবমী নিশি থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে, তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায়। সেদিন কলকাতা-সহ ১১ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিকে ভারী বৃষ্টি নিয়ে সতর্ক করছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামিকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টি কমতে পারে। তবে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না আবহবিদরা। তাঁরা বলছেন, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

POST A COMMENT
Advertisement