West Bengal Rain Alert: আজও তুমুল ঝড়বৃষ্টি-দুর্যোগ, কালবৈশাখীর পরিস্থিতি; রইল ৭ মে পর্যন্ত আবহাওয়ার আপডেট

West Bengal Weather Update Today: বাংলাজুড়ে চলবে বৃষ্টিপাত। আজ তুমুল দুর্যোগ। উত্তাল হবে সমুদ্র। সেইসঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও কয়েকদিন গ্রীষ্মের দহনজ্বালা থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। আজ থেকে আগামী সাতদিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস।

Advertisement
আজও তুমুল ঝড়বৃষ্টি-দুর্যোগ, কালবৈশাখীর পরিস্থিতি; রইল ৭ মে পর্যন্ত আবহাওয়ার আপডেটআবহাওয়ার খবর

বাংলাজুড়ে চলবে বৃষ্টিপাত। আজ তুমুল দুর্যোগ। উত্তাল হবে সমুদ্র। সেইসঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও কয়েকদিন গ্রীষ্মের দহনজ্বালা থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। আজ থেকে আগামী সাতদিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে।

আজ, ১ মে রাজ্যজুড়ে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও সব জেলাতে ঝড়-বৃষ্টির হবে। তবে আজ একটু কম থাকবে। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে। রাজ্যজুড়ে আগামী ৫ দিন অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

বাংলা ও ওড়িশার উপকূলে সমুদ্রে উত্তাল থাকবে। বাংলার সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। এই দুর্যোগে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৭ মে পর্যন্ত আবহাওয়ার আপডেট
আগামী ৩ দিন ঝড়বৃষ্টির দাপট চলবে। এরপর জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
৭ মে পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এমনটা জানিয়েছে মৌসম ভবন।
 

POST A COMMENT
Advertisement