Durga Puja Weather Update: পুজোর আগে শেষ শনিতে বৃষ্টি, মহালয়া থেকে দশমীতে কোন জেলায়, কেমন আবহাওয়া? জানুন

পুজোর এক সপ্তাহ আগে থেকেই চোখ রাঙাতে শুরু করবে বৃষ্টি। উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। পুজোর মুখেই  ২৫-২৬ সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। পরে গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল নিম্নচাপে পরিণত হলে বাংলাজুড়ে টানা বৃষ্টি হবে। জানুন কী বলছে আবহাওয়া অফিস।

Advertisement
পুজোর আগে শেষ শনিতে বৃষ্টি, মহালয়া থেকে দশমীতে কোন জেলায়, কেমন আবহাওয়া? জানুনআজকের আবহাওয়ার খবর

পুজোর এক সপ্তাহ আগে থেকেই চোখ রাঙাতে শুরু করবে বৃষ্টি। উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। পুজোর মুখেই  ২৫-২৬ সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। পরে গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল নিম্নচাপে পরিণত হলে বাংলাজুড়ে টানা বৃষ্টি হবে। জানুন কী বলছে আবহাওয়া অফিস।

আজ দিনভর আবহাওয়া কেমন?
পুজোর আগে শেষ শনিবার বৃষ্টির হাত থেকে রেহাই নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন ২১ সেপ্টেম্বর ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিমে এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। 

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

পুজোয় আবহাওয়া কেমন থাকবে?
২৫-২৬ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৯ সেপ্টেম্বর থেকে ২ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।

POST A COMMENT
Advertisement