Bengal Rain Forecast: আজও ঝেঁপে ঝড়বৃষ্টি এই জেলাগুলিতে, বর্ষা ঢুকবে কবে? আবহাওয়ার খবর

Bengal Rain Forecast: দু'দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। পাশাপাশি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেরও বেশ কিছুটা অংশে প্রবেশ করেছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের যেটুকু অংশ বাকি ছিল তাতেও মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে। এই সময়ে মৌসুমী বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হয়েছে। 

Advertisement
আজও ঝেঁপে ঝড়বৃষ্টি এই জেলাগুলিতে, বর্ষা ঢুকবে কবে? আবহাওয়ার খবর আবহাওয়ার খবর

দু'দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। পাশাপাশি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেরও বেশ কিছুটা অংশে প্রবেশ করেছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের যেটুকু অংশ বাকি ছিল তাতেও মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে। এই সময়ে মৌসুমী বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হয়েছে। 

অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে সপ্তাহ জুড়েই রাজ্যে বৃষ্টিপাত চলবে। সপ্তাহজুড়ে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরই বর্ষা আগমনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস
২০ ও ২১ তারিখ সব জেলায় বৃষ্টি চলবে। এরপর ২২ মে পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও পাঁচ জেলায় বৃষ্টিপাত হবে। এরপর ২৩ মে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টি চলবে। যে কারণে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। গ্রীষ্মের দাবদাহ থেকে দিন কয়েক মুক্তি পাবেন।

উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গেরও প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে।

এরপর জুনেই বঙ্গে ঢুকে পড়বে বর্ষা। কবে তা এখনও জানায়নি হাওয়া অফিস। তবে এবার সময়ের আগেই বর্ষা ঢোকার পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস।

POST A COMMENT
Advertisement