South Bengal Heavy Rain: আজকেই তৈরি হচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে; কতদিন?

চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে হ্রাস পেতে পারে তাপমাত্রাও। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আজকেই। আর তার ফলেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক বাংলার কোন কোন জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।

Advertisement
আজকেই তৈরি হচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে; কতদিন?কলকাতা নিয়েও জারি সতর্কতা

চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে হ্রাস পেতে পারে তাপমাত্রাও। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আজকেই। আর তার ফলেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক বাংলার কোন কোন জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।

বঙ্গোপসাগরে আজকেই তৈরি হচ্ছে নিম্নচাপ
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহ শেষে আবহাওয়ায় ফের ভোল বদল ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি  আজকেই  নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী সময়ে তা আরও সক্রিয় হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করবে।  অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে অবস্থান করবে। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে রাজ্যের উপকূল ও ওড়িশা  সংলগ্ন জেলাগুলিতে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির চলবে  বৃহস্পতিবার পর্যন্ত। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি থাকবে শুক্রবার পর্যন্ত। ওইদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে।  হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েকটা স্পেলে হবে। একটানা বৃষ্টি না হলেও মেঘলা আকাশ এবং দফাই দফাই বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত। হাওয়া অফিস বলছে, দক্ষিণের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে এদিন থেকেই বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।  বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারও আপাতত  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিনে।

কলকাতায় মাঝারি বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেইসঙ্গে  কলকাতার জন্য মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। 

 
 

 

 

POST A COMMENT
Advertisement