শীতে কাঁপছে দার্জিলিং থেকে পুরুলিয়া, সকালে বাড়বে কুয়াশার দাপটকলকাতায় এখনও পর্যন্ত জাঁকিয়ে না পড়লেও শীতেও কাঁপছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। তাপমাত্রার পারদ নেমেছে ৬ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙের পাহাড়ি এলাকায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা পড়েছে পশ্চিমের জেলাগুলিতে। সেখানে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। শনিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যায়। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পারদ ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলার কিছু কিছু জায়গায় সকালের দিকে কুয়াশা পড়তে পারে হালকা থেকে মাঝারি। তবে, বেলা বাড়লে তা কেটে যাবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় (রাতের তাপমাত্রায়) কোনও বড় পরিবর্তন হবে না এবং পরবর্তী ৩ দিনে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। একই পরিস্থিতি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াস।