দার্জিলিঙে ১০-পুরুলিয়ায় ১৬ ডিগ্রি, কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

Advertisement
দার্জিলিঙে ১০-পুরুলিয়ায় ১৬ ডিগ্রি, কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে?দার্জিলিংয়ে ১০-পুরুলিয়ায় ১৬ ডিগ্রি, কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে?
হাইলাইটস
  • এ বছর ভারতে স্বাভাবিকের তুলনায় শীত পড়ার সম্ভাবনা প্রায় ৭১%
  • এ বছর শীত কিছুটা বেশি তীব্র হতে পারে

ক্রমেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে নামছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের পাহাড়ে ইতিমধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছে। সমতলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। রাতে ও সকালে ঠান্ডা লাগছে। পশ্চিমের জেলার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। ইতিমধ্যেই পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যদিও কলকাতা ও সংলগ্ন অঞ্চলে এখনও শীত জাঁকিয়ে বসেনি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। হাওয়া অফিস জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস।

IMD জানিয়েছিল, এ বছর ভারতে স্বাভাবিকের তুলনায় শীত পড়ার সম্ভাবনা প্রায় ৭১%। সেটা শুধু লা নিনা-র কারণে নয়, আরও কিছু কারণ রয়েছে। আর্কটিক অঞ্চলের ঠান্ডা বাতাসের প্রবাহ, পশ্চিমী ঝঞ্ঝার পরিবর্তন। মার্কিন সরকারের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার সেপ্টেম্বর মাসে জানিয়েছিল, ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর সময়কালে লা নিনা হওয়ার সম্ভাবনা ৭১%। এরপর ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে এই সম্ভাবনা কিছুটা কমে ৫৪%-এ নেমে আসবে। গাঙ্গেয় সমভূমিতে শীত আসবে তার স্বাভাবিক সময়েই, তবে হিমালয় অঞ্চল, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে শীত ইতিমধ্যেই নিজের উপস্থিতি বোঝাতে শুরু করেছে। যদিও প্রাথমিক পূর্বাভাস বলছে, প্রায় ৭০% সম্ভাবনা রয়েছে, এ বছর শীত কিছুটা বেশি তীব্র হতে পারে।

TAGS:
POST A COMMENT
Advertisement