West Bengal Winter Update: আরও কত ডিগ্রি নামবে? আগামী ৭ দিনের পূর্বাভাস, ৭ জেলায় ঘন কুয়াশার সতর্কতা

আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাতের পারদ একই রকম থাকবে। দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে, তবে শরীরজুড়ে ঠান্ডার আমেজ বজায় থাকবে।

Advertisement
আরও কত ডিগ্রি নামবে? আগামী ৭ দিনের পূর্বাভাস, ৭ জেলায় ঘন কুয়াশার সতর্কতা
হাইলাইটস
  • উত্তুরে হাওয়ার জোরে রাজ্যে জমে উঠছে শীত।
  • ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তর-পশ্চিম দিক দিয়ে ক্রমাগত শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে।

উত্তুরে হাওয়ার জোরে রাজ্যে জমে উঠছে শীত। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তর-পশ্চিম দিক দিয়ে ক্রমাগত শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে শীতের গতিতে কোনও বাধা নেই। বঙ্গোপসাগরেও বর্তমানে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই, তাই আর্দ্রতা বাড়িয়ে তাপমাত্রা টেনে তুলতে পারার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। এর জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা অনুভূত হচ্ছে।

কলকাতায় গত দু’দিনের তাপমাত্রার ওঠানামা দেখলে স্পষ্ট বোঝা যায়, শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে। শনিবার শহরবাসী পেয়েছিল মরসুমের শীতলতম সকাল, তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবার সেই ঠান্ডা কিছুটা কম হলেও খুব বেশি নয়; তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে ফের পারদ নেমে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি কম। সারাদিনই তাই ছিল মনোরম শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের আকাশ সর্বত্রই পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুষ্ক ঠান্ডা হাওয়ার সঙ্গে যুক্ত হচ্ছে সকালের কুয়াশা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই সাতটি জেলায় সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে প্রায় ১ কিলোমিটার থেকে নেমে মাত্র ২০০ মিটার পর্যন্ত। এর ফলে সকালে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, বিশেষত জাতীয় ও রাজ্য সড়কে গতি কমিয়ে চালানো বাধ্যতামূলক হবে। ট্রেন পরিষেবাতেও দেরি হতে পারে বলে আশঙ্কা।

আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাতের পারদ একই রকম থাকবে। দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে, তবে শরীরজুড়ে ঠান্ডার আমেজ বজায় থাকবে।
 

 

POST A COMMENT
Advertisement