Bengal Weather: কনকনে ঠান্ডা আর ক'দিন থাকবে? আবহাওয়ার বড় Update

মাঘের শীতে কাবু কলকাতা-সহ রাজ্য। বৃষ্টি বিদায় নেওয়ার পরই ঝপ করে পারদ নামল শহর কলকাতায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কলকাতার পাশাপাশি কনকনে ঠান্ডার আমেজ বহাল জেলাগুলিতেও।

Advertisement
কনকনে ঠান্ডা আর ক'দিন থাকবে? আবহাওয়ার বড় Update
হাইলাইটস
  • বৃষ্টি বিদায় নেওয়ার পরই ঝপ করে পারদ নামল শহর কলকাতায়।
  • শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।
  • আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

মাঘের শীতে কাবু কলকাতা-সহ রাজ্য। বৃষ্টি বিদায় নেওয়ার পরই ঝপ করে পারদ নামল শহর কলকাতায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। কলকাতার পাশাপাশি কনকনে ঠান্ডার আমেজ বহাল জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, কলকাতা-সহ রাজ্যে আপাতত বজায় থাকছে জাঁকিয়ে শীতের আমেজ। 


কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের তুলনায় শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৭২ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।


কত দিন থাকবে জাঁকিয়ে শীত? 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, হাড়হিম ঠান্ডা বহাল থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

দার্জিলিঙে তুষারপাত

দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। 

কোথায় কত তাপমাত্রা?

শনিবার দার্জিলিঙে পারদ নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১০.৬ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১০.৬ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১০.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১০ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement

POST A COMMENT
Advertisement