scorecardresearch
 

Sheikh Shahjahan: কোথায় আছেন শেখ শাহজাহান? লুকআউট নোটিসের মাঝেই বিস্ফোরক দাবি শুভেন্দুর

শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকরা রেইডে গিয়ে আক্রান্ত হন। তার পরেই শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর খোঁজ শুরু হয়েছে। এমনই পরিস্থিতিতে শেখ শাহজাহান কোথায় আছেন, তা জানেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকরা রেইডে গিয়ে আক্রান্ত হন। তার পরেই শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • এমনই পরিস্থিতিতে শেখ শাহজাহান কোথায় আছেন, তা জানেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী।
  • রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন। তখনই দাবি করেন, 'বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, পারেনি। লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি।

শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকরা রেইডে গিয়ে আক্রান্ত হন। তার পরেই শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর খোঁজ শুরু হয়েছে। এমনই পরিস্থিতিতে শেখ শাহজাহান কোথায় আছেন, তা জানেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন। তখনই দাবি করেন, 'বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, পারেনি। লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি। কোথাও যেতে পারবে না। ওঁ ছিল সন্দেশখালিতে বেরমজুর-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মাঝরাতে, রাত একটায় আমাকে মেসেজ করে জানিয়েছে। এদেরকে জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনও কারণ নেই।'

শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির অভিযোগ নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। তাঁর দাবি, শাহজাহানের এই সম্পত্তির বিষয়ে দল জানত। তিনি বলেন, 'দলই তো করিয়েছে। সেচনের কাজ, আমফানের ক্ষতিপূরণ, ত্রিপল, বীজ শাহজাহান ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায়, আর শাহজাহান ভোট লুঠ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতায়।' তিনি বলেন, 'এই এলাকাটা শাহজাহানকে লিজ করে দেওয়া হয়েছে।'

শুভেন্দু আরও দাবি করেন, 'মিডিয়ায় আসছে ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলে ইডি দাবি করেছে। বড় দুর্নীতি হয়েছে। দুর্নীতির টাকা দুবাইতেও গিয়েছে। দুবাইতে সবার যোগ আছে। অভিষেকের যোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন বিদেশ যান, দুবাই হয়ে যান।'

আরও পড়ুন

শুভেন্দু  দাবি করেন, 'এফসিআই থেকে ভাল গম আসছে। আর সেটা রেখে পচা গমের আটা বানিয়ে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। সেই আটা মুখে দেওয়া যায় না। ভাল চাল সব পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে পাচার করে।'

Advertisement

Advertisement