West Bengal Weather Forecast: আগামী সপ্তাহ থেকে উত্তুরে হাওয়ার প্রভাব আরও বাড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ। গত দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির মতো কমে গিয়েছে। হাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতার সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ডিগ্রি কম রয়েছে।
রাজ্যে জাঁকিয়ে শীত পড়ছে কবে?
বাংলায় কনকনে ঠান্ডা পড়তে আরও কয়েকটা দিন দেরি রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, এ রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুটা দেরি আছে। আগামী ৪-৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গেই পরিষ্কার, শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রাতেও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আরও পড়ুন: ঠান্ডার পারদ নামছে, তুষারপাতের পূর্বাভাস উত্তরের পাহাড়ে
আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি কম রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী চার-পাঁচ দিন এখানেও তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতা ও শহরতলির এলাকাগুলির ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এ ক’দিনে তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না জলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।