West Bengal Weather Update: শ্রীনিকেতন কাঁপছে, আপনার জেলায় কত ডিগ্রি নামবে? পূর্বাভাস

নিম্নচাপ, মেঘ ও বৃষ্টির ব্যাঘাত কাটিয়ে বাংলায় প্রবেশ করেছে শীতের হিমেল হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, এই মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে কম। ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি, সেখান থেকে আরও একটু পড়ে আজকের শীতের তীব্রতা সকাল থেকেই শহরবাসী অনুভব করেছেন।

Advertisement
শ্রীনিকেতন কাঁপছে, আপনার জেলায় কত ডিগ্রি নামবে? পূর্বাভাসআবহাওয়ার খবর
হাইলাইটস
  • নিম্নচাপ, মেঘ ও বৃষ্টির ব্যাঘাত কাটিয়ে বাংলায় প্রবেশ করেছে শীতের হিমেল হাওয়া।
  • বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, এই মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে কম।

নিম্নচাপ, মেঘ ও বৃষ্টির ব্যাঘাত কাটিয়ে বাংলায় প্রবেশ করেছে শীতের হিমেল হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, এই মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে কম। ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি, সেখান থেকে আরও একটু পড়ে আজকের শীতের তীব্রতা সকাল থেকেই শহরবাসী অনুভব করেছেন।

শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গেও হাড়কাঁপানো ঠান্ডা ঢুকতে শুরু করেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা এক ধাক্কায় নেমে পৌঁছেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই শীতের দাপট বজায় থাকবে। ফলে ডিসেম্বরের শুরুতেই জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে পুরো বাংলা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া থাকবে একেবারেই শুষ্ক। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কমতে পারে। সকাল ও রাতের দিকে কুয়াশা দেখা যাবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে ৯০০ থেকে ২০০ মিটারের মধ্যে।

গত দুই দিন আগেও কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির কাছাকাছি। কিন্তু আজ বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢোকায় পারদ এক লাফে নেমে ১৫ ডিগ্রিতে এসে ঠেকেছে। আগামী কয়েকদিন রাত ও ভোরের দিকে ঠান্ডা আরও বাড়বে বলেই মত আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি-মালদহে আজ তাপমাত্রা ১৭ ডিগ্রি। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন কুয়াশার সম্ভাবনা প্রবল।
 

 

POST A COMMENT
Advertisement