Advertisement

West Bengal DA Hike: বড় খবর রাজ্যের সরকারি কর্মীদের! ৮ শতাংশ হারে DA!

DA নিয়ে কী সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছে এবং সরকারি কর্মীরা তাদের হকের DA সঠিক হারে পাবেন তো? এই প্রশ্ন যখন দানা বাধছে সরকারি কর্মীদের মধ্যে। ডিএ নিয়ে সরকারি কর্মীদের একাংশ আন্দোলনেও সামিল হয়েছিলেন। এর মাঝেই নতুন করে একটি কানাঘুষো শোনা যাচ্ছে রাজ্যে। জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের কয়েকটি স্কুলের শিক্ষক এবং শিক্ষা-কর্মীরা আট শতাংশ হারে ডিয়ে পেতে পারেন। শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্রের খবর। রাজ্য সরকার সূত্রে আরও জানা যাচ্ছে, যে স্কুলগুলিকে 'ডিএ গেটিং স্কুল' চিহ্নিত করা হয়েছে, সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষা-কর্মীরা আট শতাংশ হারে ডিএ পাতে পারেন। অর্থ দফতর সূত্রের আরও খবর, পশ্চিমবঙ্গের 'ডিএ গেটিং স্কুল'-র তালিকায় রয়েছে পাঠভবন, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের মতো একাধিক স্কুল। যে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সরকার ও সরকার-পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের থেকে কম বেতন পেয়ে থাকেন। 2021 সাল থেকে পশ্চিমবঙ্গের 'ডিএ গেটিং স্কুল'-র শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডিএ পাননি বলেও অভিযোগ। এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের যে তিন শতাংশ ডিএয়ের ঘোষণা করা হয়েছিল, তা থেকেও বঞ্চিত ‘ডিএ গেটিং স্কুল’-র শিক্ষাকর্মীরা। এমনই অভিযোগ তুলেছেন তারা। এবার তাঁদের আট শতাংশ ডিএ দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। তবে গোটা প্রক্রিয়ায় কবে সরকারি শিলমোহর পড়বে সেটাই দেখার। তবে যে খবর সামনে আসছে তাতে জানা যাচ্ছে 2023 সালের মার্চ থেকে আট শতাংশ পশ্চিমবঙ্গের 'ডিএ গেটিং স্কুল'-র শিক্ষক ও শিক্ষাকর্মীরা পেতে পারেন। কিন্তু যতক্ষণ না এই ঘোষণা হচ্ছে ততক্ষণ যেন কোনও আশাই দেখছেন না তারা।

8% West Bengal DA Hike in west bengal.

Advertisement