গঙ্গাসাগর থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে আটকে গেল তীর্ষযাত্রীদের নৌকা। গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীরা একটি নৌকায় কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল। সেই সময় কুয়াশার কারণে দিকভ্রষ্ট হয়ে মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায়। দীর্ঘক্ষণ চরেই আটকে থাকে পুণ্যার্থীরা। জানা গেছে নৌকাটিতে ৪০০ জন তীর্থযাত্রী ছিল। অবশেষে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার অভিযানে নামে।