scorecardresearch
 
Advertisement

Abhijit Ganguly News: টেট প্রার্থী পর্ষদের ভুলে চাকরিই পায়নি, বিচারপতি গাঙ্গুলি জরিমানা করলেন

Abhijit Ganguly News: টেট প্রার্থী পর্ষদের ভুলে চাকরিই পায়নি, বিচারপতি গাঙ্গুলি জরিমানা করলেন

জানা গিয়েছে- শুক্রবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, পর্ষদকে রীতিমতো ভর্ৎসনা করেন। 2014 সালের টেট পরীক্ষা দিয়েছিলেন মামলাকারী উৎপল আচার্য। কিন্তু এতদিন জানতেই পারেননি যে তিনি টেট উত্তীর্ণ হয়েছেন। আট বছর পর পর্ষদ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে মামলাকারী জানতে পারেন তিনি নাকি 90 নম্বর পেয়ে পাস করেছেন। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন উৎপল। তাঁর বক্তব্য, 2020 ও 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় নাম রয়েছে তাঁর। অথচ তাঁকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। আদালতের কাছে তাঁর আর্জি যেন তাঁকে ইন্টারভিউর সুযোগ করে দেওয়া হয়।

Abhijit Gangopadhyay on TET scam

Advertisement