Advertisement

Abhishek Banerjee Back In Kolkata: অভিষেক 25 দিন পর দেশে ফিরে যাদবপুর নিয়ে কী বললেন?

আমেরিকায় চোখের চিকিৎসা করিয়ে শহরে ফিরলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার, 20 অগস্ট 25 দিন পর সপরিবারে শহরে ফিরলেন অভিষেক। গত 26 জুলাই চোখের চিকিৎসা করাতে আমেরিকায় যান অভিষেক। দুবাই হয়ে আমেরিকায় গিয়েছিলেন তিনি। রবিবার, সন্ধ্যা 7 টা 15 মিনিটে কলকাতায় ফেরেন অভিষেক। কালো টি শার্ট ও ডেনিম জিন্স পরে মেয়ে আজানিয়ার হাত ধরে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসতে দেখা যায় TMC সাংসদকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা কালীঘাটের বাড়িতে চলে যান অভিষেক। এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। অভিষেককে দেখে যাদবপুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতচে চাওয়া হয়। কিন্তু তিনি শুধু হাসিমুখে হাত নেড়ে বেরিয়ে যান।

Abhishek Banerjee Back In Kolkata

Advertisement