যে পঞ্চায়েতের মানুষ তৃণমূলকে ভোট দেবেন, আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বর, 2024-এর মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্টের টাকা চলে যাবে। ভোটের আগে অবাস যোজনার টাকা কারা পাবে তা পরিস্কার করে দিলেন শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড। 100 দিন, বাংলা আবাসের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত বহুদিনের। হুঁশিয়ারি এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে রাজ্যের শাসকদল। তবে তাতেও কোনো কাজ না হওয়ায় 100 দিনের কাজ করেও যারা টাকা পাননি, যারা কেন্দ্রের বঞ্চনার শিকার, তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।
Abhishek Banerjee Commented On Bangla Awas Yojana