'আমি তো খালি ইট পড়ে থাকতে দেখেছি। আগে শুরু হোক'। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনের নতুন দল প্রসঙ্গে তিনি বলেন,'যে কেউ নিজের দল খুলতে পারে। সবার অধিকার আছে। জনতা বোকা নয়'।