সোমবার ছাত্র পরিষদের মঞ্চ থেকে মিডিয়া ট্রায়লকে র্যাগিং বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিদেশ সফর নিয়ে শুরু থেকেই তোপ দেগেছে বিরোধী শিবির। সেই নিয়েও সোমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় আমি আমেরিকায় চিকিত্সা করাতে গিয়েছিলাম। কিন্তু সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি পালিয়ে গেছি। কিন্তু আমার পদবি মোদী নয়, চোক্সি নয়, মালিয়া নয় যে পালিয়ে যাব। আমার পদবি বন্দ্যোপাধ্যায়। চোখে চোখ রেখে লড়াই করার দীক্ষা রয়েছে আমাদের।
Abhishek Banerjee On Foreign Tour