SIR করুন। কিন্তু একটা বৈধ ভোটারের নামও বাদ গেলে ভোটেই তার জবাব দেবে বাংলা। মঙ্গলবার এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, SIR এর পরেও TMC আগামী ২০২৬ সালের নির্বাচনে আরও ভাল ফল করবে।