Advertisement

Suvendu Adhikari: 'ক্ষমতা থাকলে CBI-কে চিঠি দিক', অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এসেছে জনৈক ‘অভিষেক ব্যানার্জী’র নাম। তবে এই ‘অভিষেক ব্যানার্জী’ ঠিক কে, কী তাঁর পরিচয়, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি তদন্তকারী সংস্থা। এ ব্যাপারেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ওটা ভাইপোই। সিবিআইয়েরও কাজ নেই। ওটা তো স্পেশিফিক কেস! লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয়কৃষ্ণ ভদ্র, তার চেক পাওয়ার তো অভিষেকের নামে আছে। এটা তো সবাই জানে।" এরপরই ক্ষমতা থাকলে আইনজীবীকে দিয়ে চিঠি না দিয়ে অভিষেককে সরাসরি সিবিআইকে চিঠি দেওয়ার চ্যা্লেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা।

Advertisement
POST A COMMENT