Advertisement

'দেখবেন মুখ্যমন্ত্রীই পাচার হয়ে গিয়েছেন', কটাক্ষ Adhir Chowdhury-র

'চিড়িয়াখানার পাশেই নবান্ন। দেখবেন মুখ্যমন্ত্রীই পাচার হয়ে গিয়েছেন এত পাচারকারীদের দাপট বাংলায়'। চিড়িয়াখানায় পশু পাচারের অভিযোগের প্রেক্ষিতে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বলেন,'বাংলায় নারীপাচার, শিশুপাচার, এমনকি কিডনিপাচারও চলছে। জাল টাকা, মাদকে ভরে গিয়েছে বাংলায়'।

Advertisement
POST A COMMENT