'ওদের দলের লোকেরাই মেরেছে। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের রক্তক্ষরণ চলছে। তৃণমূলের দলেরই একপক্ষ, আর একপক্ষকে খুন করার নেশায় মেতেছে। কারণ তাদের ক্ষমতা চাই। কারণ টাকার ভাণ্ডার চাই'। বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।